দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখন পর্যন্ত ৩৪ ডিগ্রির মধ্যে থাকলেও এ মাসেই তা ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠে যাবে। এসব তথ্য ও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কয়েকজন আবহাওয়াবিদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, এটা কালবৈশাখী-বজ্রঝড়ের সময়। এরই মধ্যে সিলেট, নোয়াখালী, বরিশাল ও কক্সবাজার অঞ্চলে কালবৈশাখী হয়ে গেছে। তাপমাত্রাও এখন ক্রমান্বয়ে বাড়বে।
তাঁরা বলেন, ইতিমধ্যে ঢাকাসহ দেশের নানা স্থানে কিছু কিছু বৃষ্টি হওয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। এর ফলে দেশের নদী অববাহিকায় এখনো গভীর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যায়। তবে রোদ ওঠার সঙ্গে সঙ্গে তা কেটেও যায়। বর্তমান সময়ে এটা স্বাভাবিক কিছু নয়।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়ার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির চলতি মাসের প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দু-তিন দিন মাঝারি ও তীব্র মাত্রার এবং আরও তিন-চার দিন হালকা ও মাঝারি মাত্রার কালবৈশাখী-বজ্রঝড় হতে পারে।
এ মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বেড়ে ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। অন্যত্র তাপমাত্রা ৩৬ ডিগ্রির পর্যন্ত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশে বৃষ্টিপাতে কিছুটা হেরফের দেখা যাচ্ছে। কয়েক বছর ধরেই এ প্রবণতা চলছে। গত ফেব্রুয়ারি মাসে দেশে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় ৭৩ শতাংশ কম হয়েছে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কিছুটা বেশি হতে পারে।
এ মাসে প্রতিদিন গড়ে সাড়ে সাত থেকে সাড়ে আট ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ পাওয়া যাবে। prothom-alo
0 comments:
Post a Comment