ম্যাথু সাজু পুল্লুভাজি নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কেরালার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এ ইজাস এই মামলাটি করেন।
ভারতের ‘ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন অ্যাক্ট ১৯৮৬’ অনুযায়ী এই মামলা দায়ের করা হয়েছে। এই আইনের ৩, ৬ এবং ৩৪ নম্বর ধারা অনুযায়ী নারীদের সম্মানহানীকর অশালীন গান এবং অভিনয় করা এবং অনেক মানুষের জমায়াতে এ ধরনের কাজ করা শাস্তিযোগ্য অপরাধ। আর তাই এই অপরাধের দায়ে কিং খান এবং শোরুমটির মালিকের নামে মামলা দায়ের করা হয়েছে।
অপরাধ প্রমাণিত হলে শাহরুখ ঠিক কি ধরনের শাস্তি পাবেন এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
বিডিনিউজটোয়েন্টফোরডটকম
0 comments:
Post a Comment