গবেষকরা জানিয়েছেন, দূষিত পানি থেকে নিকেল, ক্যাডমিয়াম এবং কপারের মত ভারি ধাতু অপসারণ করে সেই পানি পানের উপযোগী করতে পেরেছেন তারা।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জার্নাল-এ।
গবেষকরা জানিয়েছেন, ধাতব ও টেক্সটাইলসহ বিভিন্ন ধরনের পণ্য তৈরির কারখানা থেকে প্রতিদিন পানি দূষিত হচ্ছে। এবং পানিতে ভারি ধাতুর পরিমাণ বাড়ছে। অতি সামান্য পরিমাণে হলেও এই ধাতু গুলো পরিবেশে দীর্ঘ সময় ধরে অবস্থান করে, এমনকি শত বছরের ওপরে অক্ষত থেকে মারাত্মক দূষণ ছড়ায় এবং স্বাস্থ্যের ক্ষতি করে।
গবেষক জোসেফ সেলো জানিয়েছেন, ‘সাইক্লো ইলেক্টো উইনিং’ পদ্ধতিতে তারা দূষিত পানি থেকে ৯৯ ভাগ ভারি ধাতব উপাদান অপসারণ করতে পেরেছেন। এ পদ্ধতিতে ইলেক্ট্রোলাইট উপাদান থেকে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে আয়ন আকারে ভারি ধাতব উপাদান গুলো আলাদা করা হয়।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment