যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে গতকাল মঙ্গলবার শেষ হওয়া চার দিনব্যাপী প্যাডিয়াট্রিক অ্যাকাডেমিক সোসাইটিজের বার্ষিক সম্মেলনে গবেষণাটির ফলাফল উপস্থাপন করা হয়। শিশু স্বাস্থ্যের ওপর এটাই সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন হিসেবে পরিচিত।
গবেষণায় বলা হয়, বড়দের হাড়ের সুস্থতার জন্য ম্যাগনেসিয়াম উপকারী বলে এত দিন জানা ছিল। কিন্তু গবেষণায় দেখা গেছে, উঠতি বয়সী শিশু-কিশোরদের হাড় গঠনের জন্য যে খনিজ উপাদান দরকার, এর সঙ্গে ম্যাগনেসিয়ামের একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। বিজ্ঞানীরা গবেষণায় কিছু ম্যাগনেসিয়ামসমৃদ্ধ খাবারের নাম উল্লেখ করেছেন। সেগুলো হলো মিষ্টি কুমড়ার বীজ, যব, কালো চকলেট, কাঠবাদাম, কাজুবাদাম, মিষ্টি দই (ইয়ুগার্ট), মসুর ডাল, কলা, সবুজ শাক ও স্যামন (এক প্রকার সামুদ্রিক মাছ)।
0 comments:
Post a Comment