চুল ঝরা প্রতিরোধে করণীয়
১. ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অধিক ওজন নিয়ন্ত্রণ করুন। পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন।
২. চুল পরিষ্কার রাখুন। চুলের গোড়ায় ময়লা জমে খুশকি হতে পারে। প্রয়োজনে খুশকির চিকির্যাসা নিন।
৩. অতিরিক্ত দুশ্চিন্তা ও বিষণ্নতা রোগেও চুল ঝরে। তাই ইতিবাচকভাবে জীবনযাপন করুন।
৪. প্রচুর পরিমাণ পানি পান করুন। সেই সঙ্গে প্রচুর মৌসুমি ফল, শাকসবজি ও আঁশজাতীয় খাবার খান।
৫. ডিমের সাদা অংশে আছে প্রচুর আমিষ। আমিষ ও ক্যালসিয়াম আছে দুধ ও দইয়ে। এগুলো চুলের জন্য উপকারী।
৭. প্রসাধনীর কারণেও চুল পড়তে পারে। প্রয়োজনে শ্যাম্পু বা কন্ডিশনারের ব্র্যান্ড পরিবর্তন করে দেখুন।
0 comments:
Post a Comment