আগে ধারণা করা হতো, চোখের সামনের অংশকে ভিজিয়ে রাখার জন্য বারবার চোখের পলক পড়ে। সাধারণভাবে আমরা প্রতি মিনিটে প্রায় ১৫ থেকে ২০ বার চোখের পলক ফেলে থাকি। গবেষকরা বলেছেন, মানুষ যখন চোখের পলক ফেলে, কয়েক মিলিসেকেন্ডের জন্য মস্তিষ্ক তখনকার মতো বিশ্রাম নিয়ে নেয়। কোনো কোনো সময় এ বিশ্রামের সময় মস্তিষ্ক একেবারেই ‘শাট ডাউন’ বা কাজ বন্ধ রাখে। এ সময় যাবতীয় মনোযোগ লোপ পায়। সেই মিলিসেকেন্ডের জন্য মস্তিষ্ক কাজের কথা ভুলে গিয়ে চূড়ান্ত অনুভূতিপ্রবণ হয়ে ওঠে। এ সময় পুরোনো স্মৃতি কিংবা আগামী দিনের স্বপ্ন নিয়ে ভাবতে থাকে মস্তিষ্ক। চোখের পাতা খুললেও বিশ্রামের পূর্বাবস্থায় ফিরতে কয়েক সেকেন্ড পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ন্যাশনাল একাডেমী অব সায়েন্সের সাম্প্রতিক সাময়িকীতে ওসাকা বিশ্ববিদ্যালয়ের এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গবেষকরা মস্তিষ্ক স্ক্যান করে দেখেছেন, পলক ফেলার সময় মস্তিষ্কের অনুভূতিপ্রবণ অংশে রক্ত সঞ্চালন বেড়ে যায়। এ সময় মস্তিষ্কের দৃশ্য ও সংজ্ঞা নিয়ন্ত্রণকারী বহিরাবরণ তাদের কার্যক্রম প্রত্যাহার করে নেয়। উল্টো যে অংশ মনোযোগ নিয়ন্ত্রণ করে তার সামনে অন্য উদ্দীপনা তৈরি করে। গবেষকরা আরো জানিয়েছেন, মিথ্যা বলার সময় বক্তার চোখ পিটপিট করার প্রবণতা কমে যায়। অবশ্য মিথ্যাটি বলে ফেলার পরপরই চোখ বেশি পিটপিট করে আগের ক্ষতি পুষিয়ে নেয় মস্তিষ্ক। যদিও সবার ক্ষেত্রে এভাবে মিথ্যা ধরে ফেলা সম্ভব নয় বলেও জানিয়েছেন গবেষকরা। সূত্র : ডেইলি মেইল অনলাইন।
0 comments:
Post a Comment