রামদেব
রাজস্ব বোর্ডের দাবি, রামদেব পরিচালিত পতঞ্জলি ইয়োগা পিথ ও দিব্য ইয়োগা ট্রাস্ট ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এ ট্রাস্টগুলো যোগব্যায়াম শেখানোর নামে সাধারণের কাছ থেকে অনুদান হিসেবে প্রচুর অর্থ সংগ্রহ করে। তাই তাদের ওপর ২০০৭-০৮ ও ২০১১-১২ অর্থবছরের জন্য কর ধার্য করা হয়েছে। করের পরিমাণ পাঁচ কোটি ১৮ লাখ রুপি। অর্থ মন্ত্রণালয় রামদেবকে দেওয়া বিশেষ সুবিধাও প্রত্যাহার করতে যাচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
রামদেব চারটি ট্রাস্ট পরিচালনা করেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪২৬ কোটি ১৯ লাখ রুপি। এ প্রতিষ্ঠানগুলো যোগব্যায়াম শেখায় এবং আয়ুর্বেদিক ওষুধ তৈরি ও বিক্রি করে।
রামদেবের মুখপাত্র এস কে তিজারাওয়ালা বলেন, যোগব্যায়ামের কার্যক্রম জনস্বাস্থ্যের উন্নয়নে দাতব্য কর্মসূচি হিসেবে বিবেচিত। এর মাধ্যমে গরিব মানুষ উপকৃত হয়। তাই এতে কোনো কর থাকতে পারে না। টাইমস অব ইন্ডিয়া।
0 comments:
Post a Comment