টিউলিপ ফুল ও ফলের পাশে গৃহকর্ত্রীর এই ছবিটি পিকাসো ১৯৩২ সালে এঁকেছিলেন। ছবিটি সাড়ে তিন কোটি থেকে পাঁচ কোটি ডলারে বিক্রি হবে বলে প্রত্যাশা ছিল আয়োজকদের।
পিকাসো এই ছবিতে তাঁর ভালোবাসার মানুষ মেরি থেরেস ওয়ালটারের মুখমণ্ডল এঁকেছেন। আর তাঁর সামনে আছে সাজানো একগুচ্ছ ফুল।
0 comments:
Post a Comment