প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে ভারতের ২৮টি রাজ্য এবং সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলে দুই লাখ ২৮ হাজার ৬৫০টি নারীঘটিত অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ২৯ হাজার ১৩৩টি অপরাধ সংঘটিত হয়েছে। যা সারা দেশে নারীদের ওপর সংঘটিত অপরাধের ১২ দশমিক ৭ শতাংশ। ২০০৬ সালে এই অপরাধের তালিকায় পশ্চিমবঙ্গ ষষ্ঠ স্থানে ছিল। ২০০৭ ও ২০০৮ সালে রাজ্যটি তৃতীয় স্থানে চলে আসে। এরপর ২০১০ সালে দ্বিতীয় স্থানে চলে আসে।
ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুসারে, সারা ভারতে ধর্ষণজনিত অপরাধের শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। আর দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। মধ্যপ্রদেশে গত বছর তিন হাজার ৪০৬টি এবং পশ্চিমবঙ্গে দুই হাজার ৩৬২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অর্থাত্, মোট ধর্ষণের ১৪ শতাংশ মধ্যপ্রদেশে এবং ১০ শতাংশ পশ্চিমবঙ্গে ঘটেছে।
এ ছাড়া স্বামীর ঘরে নারীদের নির্যাতিত হওয়ার ঘটনাও বেশি ঘটেছে পশ্চিমবঙ্গে। ভারতে এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে ৯৭ হাজার ৪৯৬টি। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই ঘটেছে ১৯ হাজার ৭৭২টি।
0 comments:
Post a Comment