যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট (ইপিআরআই) একটি আইপ্যাডের বার্ষিক চার্জ খরচ নির্ধারণ করেছে।
ইপিআরআইয়ের বরাতে এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, একটি আইপ্যাড বছরে যে পরিমাণ বিদ্যুত্ খরচ করে, তার দাম ১ দশমিক ৩৬ ডলার। আইপ্যাডের সঙ্গে তুলনা করলে দেখা যায় ৬০ পাওয়ারের একটি ফ্লুরোসেন্ট বাতির বার্ষিক খরচ পড়ে ১ দশমিক ৬১ ডলার।
ইপিআরআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রে একটি কম্পিউটারের বার্ষিকক বিদ্যুত্-খরচ ২৮ দশমিক ২১ ডলার আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে ৬৫ দশমিক ৭২ ডলার। prothom-alo
0 comments:
Post a Comment