৩ ফিট লম্বা একটি মাছ শিকারের বর্শা মস্তিষ্কে ঢুকে যাবার পরও প্রাণে বেঁচে গেলেন ১৬ বছর বয়সি মার্কিন কিশোর ইয়াসির লোপেজ। দুর্ঘটনাবশত এক বন্ধুর ছোঁড়া মাছ শিকারের বর্শাটি ইয়াসিরের মস্তিষ্কে ঢুকে মাথার খুলির ওপাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের কাছেই একটি লেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ইয়াসির লোপেজ। সেখানেই লেকে সাঁতার কাটতে নেমে যান ইয়াসির। সে সময় ইয়াসিরেরই এক বন্ধু একটি মাছ শিকারের বর্শা বা স্পিয়ারগান লোড করছিলেন, আর দুর্ঘটনাবশত স্পিয়ার গানটির ট্রিগার চেপে দেন ইয়াসিরের ওই বন্ধু।
স্পিয়ারগানটি থেকে ছোড়া বর্শাটি ইয়াসির-এর ডান চোখের ওপর দিয়ে তার মস্তিস্কের ভেতর ঢুকে যায় এবং মাথার পেছনের খুলি ফুঁড়ে ফলাটি বেড়িয়ে আসে। সঙ্গে সঙ্গেই মায়ামির জ্যাকসনভিল মেমোরিয়াল হসপিটালে নিয়ে যাওয়া হয় ইয়াসিরকে।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত হবার পর থেকে অপারেশন টেবিলে যাবার আগ পর্যন্ত পুরোটা সময়েই সজাগ ছিলেন ইয়াসির। হাসপাতালে নেবার পর ‘সিটি স্ক্যান’ করার জন্য মেকানিকাল কাটার ব্যবহার করে চিকিৎসকরা কেটে ফেলেন মাথার বাইরে থাকা বর্শাটির বড় একটি অংশ।
এরপর টানা ৩ ঘণ্টার অপারেশন শেষে ইয়াসিরের মস্তিস্কের ভেতর থেকে বর্শাটি বের করেন ডাক্তাররা। অবাক ব্যাপার হচ্ছে অপারেশন শেষে জ্ঞান ফেরার পর এখন দিব্যি কথা বলছেন ও হাঁটছেন ইয়াসির।
তবে ডাক্তাররা জানিয়েছেন, অপারেশনের পর এই দুর্ঘটনার কোনো স্মৃতিই আর মনে নেই ইয়াসিরের। পুরো ঘটনাটির কিছুই মনে করতে পারছেন না এই কিশোর। এ ঘটনায় ইয়াসিরের স্মৃতিশক্তি কতোটা লোপ পেয়েছে বা মস্তিস্কে আরও মারাত্মক কোনো ক্ষতি হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকরা।
এ ব্যাপারে জ্যাকসনভিল মেমোরিয়াল হসপিটালের চিকিৎসক ড. রস বুলোক সাংবাদিকদের বলেন, ‘অল্পের জন্য বর্শাটি ইয়াসিরের মস্তিস্কের মূল রক্তনালীগুলোকে মিস করেছে বলে প্রাণে বেঁচে গেছেন তিনি। এটা সত্যিই এক অলৌকিক ঘটনা।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment