বৃহস্পতিবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১ জুন ছয় বিভাগের ১৪২টি কেন্দ্রে একযোগে ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে।
“পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ১১টা পর্যন্ত চলবে। তবে পরীক্ষার্থীদের সকাল ৯টা ২০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।”
সকাল ১০টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে বই, ব্যাগ ও মোবাইল ফোন বা ইলেকট্রনিক যোগাযোগের যন্ত্রপাতি সম্পূর্ণ নিষিদ্ধ।
ঢাকায় ৮৪, রাজশাহীতে ২৭, চট্টগ্রাম ১১, খুলনা ১০, বরিশাল চার ও সিলেটের ছয়টি কেন্দ্রে এ পরীক্ষা হবে বলে জানান মোশাররফ।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানান, আদালতের নির্দেশনায় আবেদনের সুযোগ পাওয়া ১১ হাজার ৫৭৩ জনসহ প্রায় এক লাখ ৯৪ হাজার পরীক্ষার্থী ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় নেবেন।
চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য ২৯ ফেব্র“য়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ ও ফি জমা নেওয়া হয়।
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে টাকা জমা দিতে না পারা ১১ হাজার ৫৭৩ জন আবেদনকারীকেও আদালতের নির্দেশনা অনুযায়ী গত ২৫ এপ্রিল টাকা জমা দেয়ার সুযোগ দেয় পিএসসি।
আসন বিন্যাস দেখতে ক্লিক করুন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Post a Comment