নিউ জিল্যান্ড হেরাল্ড-এর বরাত দিয়ে হাফিংটন পোস্ট জানিয়েছে, ২৩-বছর বয়সী মনা ডটকম ১ লাখ ৫৭ হাজার ডলার মূল্যের মার্সিডিস-বেঞ্জ গাড়ি, শ্যানেল ডায়মন্ড ঘড়িসহ বেশ কিছু দামি জিনিস উপহার হিসেবে পেয়েছেন তার স্বামী কিম ডটকম-এর কাছ থেকে যিনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন।
তবে গ্রেপ্তারের পর একমাস জেলে কাটানোর পর দেশটির আদালত তার জামিন মঞ্জুর করে। একইসঙ্গে প্রতি মাসে ৪৬ হাজার ডলার, ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং তার ২০১১ মডেলের মার্সিডিস গাড়িটিও ব্যবহারের অনুমতি দেন। তবে হেরাল্ড-এর দেয়া তথ্য মতে, গ্রেপ্তারের আগে কিম ডটকমের প্রতিদিনের রোজগার ছিল ১ লাখ ১৫ হাজার ডলার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment