‘দ্য অ্যামেচার’ শীর্ষক ওবামার ওই জীবনীগ্রন্থের লেখক অ্যাওয়ার্ড ক্লেইন। তবে বইটি অননুমোদিত বলে জানা গেছে। বইয়ে উল্লিখিত তথ্য অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন স্ত্রী হিলারিকে বলেছেন, ‘তোমাকে এ দেশের দরকার।’ ওবামা সম্পর্কে তিনি বলেন, ‘ওবামা জানেন না কীভাবে প্রেসিডেন্ট হতে হয়। তিনি অযোগ্য।’
বইয়ের লেখক ক্লেইনের ভাষ্য, ওবামা সম্পর্কে বিল ক্লিনটনের সমালোচনামূলক মন্তব্য থেকেই বইয়ের নামকরণ করা হয়েছে ‘দ্য অ্যামেচার’। বিল ক্লিনটন নাকি ওবামাকে ‘আনাড়িও’ বলেছেন।
ক্লেইনের বইয়ের এসব তথ্য বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করা হয়েছে দ্য নিউইয়র্ক পোস্টে। পত্রিকাটি বলছে, ওবামাকে দ্বিতীয় মেয়াদে জয়ী করতে ক্লিনটন নিজেই তাঁর পক্ষে প্রচারাভিযানে নেমেছেন।
হোয়াইট হাউস ও বিল ক্লিনটনের পক্ষ থেকে পৃথকভাবে এ বইয়ের তথ্য মিথ্যা বলে নাকচ করা হয়েছে।