রাশিয়ার আন্তর্জাতিক বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানায়, মার্কিন রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত থাকার পাশাপাশি একমাত্র মেয়ে চেলসির দেখাশোনার ব্যাপারেও হিলারি অনেক যত্নশীল।
মার্কিন বাণিজ্য সাময়িকী ফোর্বসওম্যান-এর ওয়েবসাইটে বলা হয়, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ জন নারীর বার্ষিক তালিকা বিশ্লেষণ করে সবচেয়ে ক্ষমতাধর মা নির্বাচন করা হয়েছে। এ ক্ষেত্রে তাঁদের অর্থ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিভিন্ন ধরনের প্রভাব এবং নিজ নিজ ক্ষেত্রে অবস্থান বিবেচনায় নেওয়া হয়েছে। হিলারির পরের স্থানটি পেয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। তাঁর একটি মেয়ে ও একটি নাতি রয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পেপসিকোর চেয়ারপারসন ও প্রধান ইন্দ্রা নুয়ি। তিনি দুই সন্তানের জননী। আইএএনএস। prothom-alo
0 comments:
Post a Comment