সামাজিক যোগাযোগের ‘মোগল’ হিসেবে খ্যাত ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ একা থেকে দোকা হলেন! বিশ্বের লাখ লাখ তরুণীর হূদয় ভেঙে হুট করেই ফেসবুকে নিজের সম্পর্কের ‘স্ট্যাটাস’টা বদলে ‘বিবাহিত’ লিখেছেন তিনি। অবশ্য তা নিছক মজা করার জন্য নয়, সত্যি সত্যিই সবাইকে চমকে দিয়ে গতকাল শনিবার বিয়ে করেছেন ২৮ বছর বয়সী জাকারবার্গ।
ভাবছেন, তাহলে কে সেই সৌভাগ্যবান নারী? বিবিসি অনলাইন জানিয়েছে, নাম তাঁর প্রিসিলা চ্যান। বয়স ২৭। অবশ্য চ্যানের সঙ্গে জাকারবার্গের সম্পর্কটা নতুন নয়। দীর্ঘ নয় বছর ধরেই তাঁরা একে অপরকে চেনেন। সুতরাং বোঝাই যাচ্ছে, চুটিয়ে প্রেম পর্ব সেরে তবেই বিয়ের পিঁড়িতে বসেছেন দুজনে।
বিয়েতে জাকারবার্গ নিজের নকশা করা সাদামাটা একটি রুবির আংটি উপহার দিয়েছেন কনেকে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, জাকারবার্গ এখন ফেসবুকের নকশা নিয়ে যেমন ভাবছেন, তেমনি তিনি ভাবছেন অলংকারের নকশা নিয়েও। ‘রুবি’র আংটিটি প্রসঙ্গে জাকারবার্গ বলেছেন, এটা ‘খুব সাধারণ রুবি’।
জাকারবার্গ তাঁর ফেসবুক স্ট্যাটাসে তাঁর সম্পর্কের জায়গায় ‘বিবাহিত’ লেখার পাশাপাশি তাঁদের বিয়ের ছবিও পোস্ট করেছেন। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আলতোয় তাঁর নিজ বাসভবনেই বিয়ের অনুষ্ঠানটির আয়োজন করেন জাকারবার্গ।
কাকতালীয় হলেও শুক্রবার থেকে ফেসবুক শেয়ারের লেনদেন শুরু হওয়া ও ফেসবুক পাবলিক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠার পরদিনই বিয়ে করলেন আলোচিত এই জুটি। এর আগে ১৪ মে স্নাতক হয়েছেন প্রিসিলা চ্যান। মজার ব্যাপার হচ্ছে, ঠিক সেদিনই ছিল জাকারবার্গের জন্মদিন। জাকারবার্গের জন্মদিন ও প্রিসিলা চ্যানের স্নাতক হওয়ার পরও বিশেষ কোনো আয়োজন ছিল না ফেসবুকের। হঠাত্ করেই বিয়ের আয়োজন করে সবাইকে চমকে দিয়েছেন জাকারবার্গ। এই বিয়েতে ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন। তবে বিশেষ অতিথিদের নাম প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, নয় বছর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে পরিচয় হয় জাকারবার্গের। পরিচয় থেকে প্রণয়। এই দীর্ঘ নয় বছরের প্রণয়ে সব সময়ই একসঙ্গে থেকেছেন তাঁরা। এর আগে এই জুটির ব্যক্তিগত সম্পর্কের তথ্য ফাঁস করেছিলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। ২০১১ সালের জুন মাসে প্রিসিলা চ্যান ও মার্ক জাকারবার্গ এনগেইজড এবং আগামী বছর তাঁরা বিয়ে করবেন বলে জানিয়েছিলেন বিল গেটস।
জাকারবার্গ ও তাঁর বান্ধবী প্রিসিলা চ্যান বিয়ের আগে থেকেই এক বাড়িতে থাকতেন। তাঁদের ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাসে লেখা ছিল ‘ইন আ রিলেশনশিপ’। এখন তা পাল্টে ‘ম্যারেড’ দেখাচ্ছে। মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের পরিবারে আরেক সদস্যও রয়েছে। ‘বিস্ট’ নামের একটি পোষা কুকুরও জাকারবার্গ-প্রিসিলার সঙ্গে বাড়িটিতে থাকে।
ভাবছেন, তাহলে কে সেই সৌভাগ্যবান নারী? বিবিসি অনলাইন জানিয়েছে, নাম তাঁর প্রিসিলা চ্যান। বয়স ২৭। অবশ্য চ্যানের সঙ্গে জাকারবার্গের সম্পর্কটা নতুন নয়। দীর্ঘ নয় বছর ধরেই তাঁরা একে অপরকে চেনেন। সুতরাং বোঝাই যাচ্ছে, চুটিয়ে প্রেম পর্ব সেরে তবেই বিয়ের পিঁড়িতে বসেছেন দুজনে।
বিয়েতে জাকারবার্গ নিজের নকশা করা সাদামাটা একটি রুবির আংটি উপহার দিয়েছেন কনেকে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, জাকারবার্গ এখন ফেসবুকের নকশা নিয়ে যেমন ভাবছেন, তেমনি তিনি ভাবছেন অলংকারের নকশা নিয়েও। ‘রুবি’র আংটিটি প্রসঙ্গে জাকারবার্গ বলেছেন, এটা ‘খুব সাধারণ রুবি’।
জাকারবার্গ তাঁর ফেসবুক স্ট্যাটাসে তাঁর সম্পর্কের জায়গায় ‘বিবাহিত’ লেখার পাশাপাশি তাঁদের বিয়ের ছবিও পোস্ট করেছেন। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আলতোয় তাঁর নিজ বাসভবনেই বিয়ের অনুষ্ঠানটির আয়োজন করেন জাকারবার্গ।
কাকতালীয় হলেও শুক্রবার থেকে ফেসবুক শেয়ারের লেনদেন শুরু হওয়া ও ফেসবুক পাবলিক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠার পরদিনই বিয়ে করলেন আলোচিত এই জুটি। এর আগে ১৪ মে স্নাতক হয়েছেন প্রিসিলা চ্যান। মজার ব্যাপার হচ্ছে, ঠিক সেদিনই ছিল জাকারবার্গের জন্মদিন। জাকারবার্গের জন্মদিন ও প্রিসিলা চ্যানের স্নাতক হওয়ার পরও বিশেষ কোনো আয়োজন ছিল না ফেসবুকের। হঠাত্ করেই বিয়ের আয়োজন করে সবাইকে চমকে দিয়েছেন জাকারবার্গ। এই বিয়েতে ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন। তবে বিশেষ অতিথিদের নাম প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, নয় বছর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে পরিচয় হয় জাকারবার্গের। পরিচয় থেকে প্রণয়। এই দীর্ঘ নয় বছরের প্রণয়ে সব সময়ই একসঙ্গে থেকেছেন তাঁরা। এর আগে এই জুটির ব্যক্তিগত সম্পর্কের তথ্য ফাঁস করেছিলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। ২০১১ সালের জুন মাসে প্রিসিলা চ্যান ও মার্ক জাকারবার্গ এনগেইজড এবং আগামী বছর তাঁরা বিয়ে করবেন বলে জানিয়েছিলেন বিল গেটস।
জাকারবার্গ ও তাঁর বান্ধবী প্রিসিলা চ্যান বিয়ের আগে থেকেই এক বাড়িতে থাকতেন। তাঁদের ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাসে লেখা ছিল ‘ইন আ রিলেশনশিপ’। এখন তা পাল্টে ‘ম্যারেড’ দেখাচ্ছে। মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের পরিবারে আরেক সদস্যও রয়েছে। ‘বিস্ট’ নামের একটি পোষা কুকুরও জাকারবার্গ-প্রিসিলার সঙ্গে বাড়িটিতে থাকে।
prothom-alo
0 comments:
Post a Comment