গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় বিক্রির জন্য হীরাটি নিলামে তোলা হয়। পাঁচজন নিলামকারী হীরাটি নিজের সংগ্রহে নেওয়ার প্রতিযোগিতায় নামেন। শেষ পর্যন্ত সর্বোচ্চ দাম হেঁকে হীরাটি যিনি কিনে নেন তাঁর নাম অবশ্য প্রকাশ করা হয়নি। তিনি টেলিফোনে ওই নিলামে অংশ নেন।
১৬১০ সালে ফ্রান্সের রাজা চতুর্থ হেনরির স্ত্রী মেরি দ্যো মেদিচি রানি হিসেবে সিংহাসনে আরোহণের সময় ওই হীরাটি ব্যবহার করেছিলেন। বাউ স্যান্সি হীরাটির আদি উৎস ভারতে। ভারতের গোল-কোন্ডার কাছাকাছি কোনো একটি এলাকার খনি থেকে হীরাটি সংগ্রহ করা হয়। এক হাজার ৫০০ সালে হীরাটি ফ্রান্সের সেনা ও কূটনীতিক নিকোলা দ্যো হার্লে সংগ্রহ করেন। ১৬০৪ সালে স্ত্রীর পরামর্শে ফ্রান্সের রাজা চতুর্থ হেনরি হীরাটি কিনে নেন। এরপর হীরাটি ডাচদের অধিকারে চলে যায়। দ্বিতীয় উইলিয়ামের বিয়েতে এই হীরাটি স্মারক হিসেবে ব্যবহূত হয়। জি নিউজ। prothom-alo
0 comments:
Post a Comment