দীর্ঘ ছয় বছরের একটি প্রকল্প বাস্তবায়ন করে মার্ক একটি স্পোর্টস মডেলের গাড়িকে উভচর যানে রূপ দিয়েছেন। তঁার তৈরি সি লায়ন গাড়িটি রাস্তায় ঘণ্টায় ১২৫ মাইল ও পানিতে ৬০ মাইল গতিতে চলতে পারে। গাড়িটি দুই লাখ ৬০ হাজার ডলারে বিক্রির পরিকল্পনা করেছেন উইট।
ফ্যান্টাসিজাংশন নামের একটি ওয়েবসাইটে মার্ক এই গাড়িটি বিক্রির তথ্য জানিয়েছেন। অ্যালুমিনিয়াম ও স্টেনলেস স্টিলের তৈরি এ গাড়িটিতে ১৭৪ হর্সপাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
0 comments:
Post a Comment