কেমব্রিজের বিশেষজ্ঞ জোসেফ ম্যাককার্ডি ১৯৪২ সালে ওই প্রতিবেদনটি তৈরি করেন। এত দিন অপ্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের মুখে হিটলার ‘ইহুদিবিদ্বেষে’ ভোগেন।
বিবিসির বৈদেশিক প্রচারণা (প্রপাগান্ডা) বিশ্লেষণ ইউনিটে কর্মরত সমাজবিজ্ঞানী মার্ক আব্রামস ওই প্রতিবেদন নিয়ে গবেষণা করেছেন। তিনিই প্রতিবেদনটির সন্ধান পান। প্রতিবেদনের একটি অংশে ম্যাককার্ডি লিখেছেন, হিটলার ধর্মীয় মতিভ্রমের শিকার হয়েছিলেন। একপর্যায়ে হিটলার ভাবতে শুরু করেন, ইহুদিরা অশুভ শক্তির অবতার, আর তিনি মঙ্গলময় শক্তির অবতার।
ম্যাককার্ডি লিখেছেন, তিনি (হিটলার) ঈশ্বর। যাঁর ত্যাগের কাছে অশুভ শক্তি পরাস্ত হবে।
কেমব্রিজের ঐতিহাসিক স্কট অ্যান্থনি বলেন, হিটলারের এই অশুভ শক্তির অবতার আর কেউ নয়, ইহুদিরা। যদিও নাৎসি নেতা ইহুদিদের কথা সরাসরি বলেননি। তিনি তাঁদেরকে ‘অভ্যন্তরীণ শত্রু’ হিসেবে উল্লেখ করেন। আর এই বিষয়টা ম্যাককার্ডি যথাযথভাবে শনাক্ত করতে সক্ষম হন। বিবিসি। prothom-alo
0 comments:
Post a Comment