
জয়ের লক্ষ্যটা খুব বেশি ছিল না কলকাতার। কিন্তু এ ম্যাচেও শেষ ওভার পর্যন্ত গড়িয়েছে খেলা। গম্ভীর (১১), ক্যালিস (৩১) ও বিসলার (২৯) আউটের পর ব্যাটিংয়ে নামেন সাকিব। ৩০ বলে তখন কলকাতার প্রয়োজন ৩৭ রান। বোলিংয়ের পর ব্যাটিংয়েও মুগ্ধতা ছড়াচ্ছিলেন সাকিব। মিড উইকেট দিয়ে আগের বলেই ছক্কা হাঁকিয়েছেন অমিত সিংকে। কিন্তু পরের বলে ক্যাচ তুলে দেন মেনারিয়ার হাতে। সাকিব যখন আউট হয়ে ফিরছেন, কলকাতার প্রয়োজন ৮ বলে ৬ রান। ৩ বলে ৭ রান তুলে বাকি কাজটুকু সহজেই সেরেছেন রায়ান টেন ডয়েচকেট। ওয়েবসাইট। prothom-alo