১৯৪৮ সালে মহাত্মা গান্ধীকে হত্যার স্থান থেকে সংগৃহীত মাটি ও রক্ত মাখা ঘাসের নমুনা ব্রিটেনে নিলামে বিক্রি করা হবে।
আগামী ১৭ এপ্রিল বিক্রি হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই নিদর্শনের মূল্য ১০-১৫ হাজার পাউন্ডে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।
পশ্চিম ইংল্যান্ডের নিলামকারী প্রতিষ্ঠান মুল্লকস জানায়, ঐতিহাসিক এসব জিনিসকে প্রকৃত বলে মনে করা হচ্ছে। কারণ ভারতের জাতির জনককে হত্যার পর ঘটনাস্থল থেকে এসব কিছুর সংগ্রহকারী পি পি নামিবিয়ারের একটা চিঠিসহ এগুলো পাওয়া গেছে।
চিঠিতে নামিবিয়ার বলেন, “আমি ঘাসটা কেটে নেই এবং দুই চিমটি মাটি সংগ্রহ করে পাশে পরে থাকা একটা ভারতীয় সংবাদপত্রের টুকরোয় মুড়িয়ে রাখি।”
নিলামকারী প্রতিষ্ঠানের হিস্টরিক্যাল ডকুমেন্টস এক্সপার্ট রিচার্ড ওয়েস্টউড-ব্র“কস বলেন, এ ধরনের ঐতিহাসিক জিনিসপত্র প্রকৃত কিনা তা প্রমাণ করা প্রায় সময়ই কঠিন হয়ে পড়ে।
রয়টার্সকে তিনি বলেন, “এক্ষেত্রে আমি এগুলোর সংগ্রহকারী পি পি নামিবিয়ারের একটা চিঠি এবং তার লেখা একটা বইয়ের কয়েকটি পৃষ্ঠা পেয়েছি। বইটিতে তিনি মাটি সংগ্রহের বর্ণনা দিয়েছেন। আর তাই এক্ষেত্রে কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় না।”
১৮৯১ সালের কাছাকাছি সময়ে গ্লোসেস্টারে তৈরি একটা চশমাও পাওয়া গেছে। মহাত্মা গান্ধী এক সময় এটা ব্যবহার করতেন বলেও মনে করেন তিনি।
সংগৃহীত অন্যান্য জিনিসের মধ্যে আরো রয়েছে গান্ধীর স্বাক্ষরিত চিঠি ও একটি ধর্মীয় বই। এসবের মূল্য ৮০ হাজার-১ লাখ পাউন্ড হবে বলে আশা করা হচ্ছে।
অবশ্য ওয়েস্টউড-ব্র“কস জানান, এসব জিনিসের মূল্য নির্ধারণ করা কঠিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
0 comments:
Post a Comment