সম্প্রতি ক্লাউডভিত্তিক এ সেবাটি চালুর পাশপাশি গুগলের বিনা মূল্যে ই-মেইল সেবা জি-মেইলের জায়গা ৭.৫ গিগাবাইট থেকে বাড়িয়ে ১০ গিগাবাইট করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ক্লাউডভিত্তিক জনপ্রিয় সেবা ড্রপবক্স, মাইক্রোসফটের স্কাই ড্রাইভ, অ্যাপলের আই ক্লাউডের পাশাপাশি গুগল নতুন এ সেবাটি চালু করল। শুরুতে এ সেবাটি শুধু অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস, পিসি, ম্যাক কম্পিউটারের জন্য ব্যবহার করা যাবে। পরবর্তী সময় আইফোন, আইপ্যাডে ব্যবহারের সুযোগ চালু হবে বলে জানা গেছে। গুগলের ক্রোম ও অ্যাপস বিভাগের ভাইস প্রেসিডেন্ট সুন্দার পেচাই বলেন, গুগল ড্রাইভ চালু হচ্ছে ব্যবহারকারীদের জন্য নতুন কিছু তৈরি করতে, শেয়ার করতে এবং প্রয়োজনীয় ফাইল, ভিডিও, ছবি, গুগল ডকস, পিডিএফ জমা রাখতে।
বিনা মূল্যে পাঁচ গিগাবাইট জায়গার পর বাড়তি জায়গা ২৫ গিগাবাইটের জন্য মাসে ২.৪৯ ডলার, ১০০ গিগাবাইটের জন্য মাসে ৪.৯৯ ডলার এবং ১ টেরাবাইটের জন্য মাসে ৪৯.৯৯ ডলার দিয়ে পাওয়া যাবে বাড়তি জায়গার সুযোগ।—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম prothom-alo
0 comments:
Post a Comment