প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এই ফল প্রকাশ করে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণদের মধ্যে ১২ হাজার ২৮১ জন পুরুষ, ৩২ হাজার ৩২৮ জন নারী।
গত ২৪ ফেব্র“য়ারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় মোট ৯ লাখ ৭ হাজার ৯২৬ জন অংশ নেন।
মন্ত্রণালয় জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারি তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডেও পাওয়া যাবে।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও (www.dpe.gov.bd) উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারি রোল নম্বর পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
0 comments:
Post a Comment