গবেষক ড. কেন রেভিটি এবিসি সায়েন্সকে দেওয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন, একটা সময় আসবে যখন বর্তমান সময়ের মতো একাধিক ইনপুট ডিভাইসের প্রয়োজন পড়বে না। আমরা জানি, কোনো পাসওয়ার্ড ব্যবস্থাই সম্পূর্ণ সুরক্ষিত নয়। নিরাপদ নয় এমন পাসওয়ার্ড ব্যবস্থা ব্যবহার করছে অসংখ্য মানুষ।
পাসওয়ার্ড বিষয়ক এ ধরনের একটি প্রকল্পে কাজ করছেন যুক্তরাজ্যের গবেষক নাভিন কোটা ও রামাসামি পালানিপ্পান। তাঁরা মস্তিষ্ক তরঙ্গ ব্যবহার করে পাসওয়ার্ড তৈরির কাজ করছেন। গবেষকেরা জানিয়েছেন, মানুষের মস্তিষ্ক তরঙ্গে ভিন্নতা রয়েছে, যা পাসওয়ার্ড হিসেবে কাজে লাগানো সম্ভব। বর্তমানে মস্তিষ্ক তরঙ্গ ধরতে বিশেষ ধরনের যন্ত্র বা টুপি মাথায় পরতে হয়। কিন্তু গবেষকেরা এ যন্ত্র ছাড়াই মস্তিষ্ক তরঙ্গ ধরার চেষ্টা করছেন। এদিকে, গবেষকদের আরেকটি দল হূত্স্পন্দন ব্যবহার করে পাসওয়ার্ড তৈরিতে কাজ করছেন। prothom-alo
0 comments:
Post a Comment