বোলিংই পাকিস্তানের ‘প্রাণ’। কাল মিরপুরে পাকিস্তানের সেই বোলিংই বাংলাদেশের মানুষের স্বপ্নস্নাত হূদয় করল চূর্ণ। আক্ষেপ থেকে গেল মাত্র ৩ রানের। শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৯ রান। বোলিংয়ে পাকিস্তানের পাঁচ বোলারের মধ্যে সবচেয়ে খরুচে আইজাজ চিমা। আশা তাই ছিল শেষ ওভার পর্যন্তও। কিন্তু সতীর্থ অন্য বোলারদের দুর্দান্ত বোলিংয়ের মর্যাদা রাখতেই হয়তো সেই চিমাই দুর্দান্ত বোলিং করে দিলেন মাত্র ৬ রান। পাকিস্তান জিতল ২ রানে। দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা উঠল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে। বাংলাদেশকে কাঁদিয়ে মিসবাহরা নিয়ে গেলেন শিরোপা।
তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে পাকিস্তান অধিনায়ক বাংলাদেশকে ভরিয়ে দিলেন শ্রদ্ধায়, ‘বাংলাদেশ চমৎকার খেলেছে। এটা সত্যিই একেবারে নতুন এক বাংলাদেশ। আর তাঁরাই হচ্ছে সত্যিকারের বিজয়ী।’ পরে সংবাদ সম্মেলনে মিসবাহর ডেপুটি মোহাম্মদ হাফিজও উচ্চারণ করেছেন একই কথা, ‘বাংলাদেশও খেলেছে চ্যাম্পিয়নের মতো। শুধু ট্রফিটাই তারা পায়নি।’ prothom-alo
0 comments:
Post a Comment