জানা গেছে, প্রশান্ত মহাসাগরের গুয়ামের দক্ষিণ পশ্চিমের ৩৫ হাজার ৭৫৬ ফিট গভীরে ‘দ্যা চ্যালেঞ্জার ডিপ’-এ অনুসন্ধান চালান ক্যামেরন।
তিনি সন্ধ্যা ৭টার দিকে মহাসাগরের ভূতল স্পর্শ করেন বলে সিনহুয়া নিশ্চিত করে।
পৃথিবীর সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে ক্যামেরন বলেন, ‘অল সিস্টেমস ওকে।’
মহাসাগরের সর্বনিম্ন বিন্দুতে পৌঁছানোর এক ঘণ্টা পর তিনি বলেন, ‘তলানিতে ঠেকে কখনো এতো ভালো লাগেনি। আমি কী দেখি তা জানার জন্য আপনারা কী অপেক্ষা করতে পারেন?’
সাত বছরের প্রস্তুতির পর টর্পেডো আকৃতির বাহন ‘ডিপ সি চ্যালেঞ্জার’-এ করে মহাসাগরের গভীরতম বিন্দুতে পৌঁছালেন ৫৭ বছর বয়সী ক্যামেরন। সেখানে ছয় ঘণ্টা অবস্থান করেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment