ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন মৃত দুই সহোদরের ভাই তপন সাংবাদিকদের জানান, চার দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) তাঁদের বাবা আবুল হোসেন মারা যান। এ উপলক্ষে তাঁদের বড় ভাই আব্বাস আলীর নারায়ণগঞ্জের জালপুরিতে বাদ জুমা কুলখানির আয়োজন করেন। এর আগে রমজান, স্বপন ও মনিরুননেছা আলু ভর্তা ও টমেটোর সস দিয়ে ভাত খায়। এরপর বিষক্রিয়া দেখা দিলে তারা হঠাত্ অসুস্থ হয়ে পড়ে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা আড়াইটার দিকে রমজান মারা যায়। আধঘণ্টা পরে মারা যায় স্বপন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনেরা মরদেহের ময়নাতদন্ত না করে দাফনের অনুমতির জন্য শাহবাগ থানায় গেছেন।
0 comments:
Post a Comment