খবরে বলা হয়, ২২ মার্চ বৃহস্পতিবার ফেসবুক তাদের ‘ফটো ভিউয়ার’ অপশটিতে পরিবর্তনের কথা জানিয়েছে। পরিবর্তিত অপশনে সর্বোচ্চ ২০৪৮ x ২০৪৮ রেজুলেশনে ছবি দেখা যাবে।
বর্তমানে ফেসবুকে যে আকারের ছবি দেখা যায়, পরিবর্তিত অপশনে তার চেয়ে চার গুণ বড় আকারের ছবি দেখা সম্ভব হবে। ফায়ারফক্স ও গুগল ক্রোম ব্রাউজারের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা থাকলেই কেবল ফুল স্ক্রিনে ফেসবুকের ছবি দেখা সম্ভব হবে। ফেসবুকের ছবির ডান দিকের কোনে তীর চিহ্ন ক্লিক করলেই বড় আকারের ছবি দেখা যাবে। ফেসবুক আরজিবি কালার প্রোফাইল উন্নত করায় এ সুযোগ তৈরি হয়েছে। ফুলস্ক্রিন ছবি লোড হতে সাধারণত বেশি সময় লাগলেও এক্ষেত্রে খুব কম সময় লাগবে বলেই ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে।
0 comments:
Post a Comment