গতকাল পার্লামেন্টে সকালের অধিবেশনে কনজারভেটিভ এমপি টবায়েস ইল্যুড এ প্রস্তাব উত্থাপন করেন। এ সময় লেবার পার্টি-সমর্থিত সাবেক পররাষ্ট্রসচিব জ্যাক স্ট্র ও স্যার ম্যাকলফ রিফকিন্ডও তাঁর সঙ্গে ছিলেন। ইল্যুডসহ আরও ২৩ এমপি ওই প্রস্তাবে স্বাক্ষর করেন।
বিগ বেনের নাম পরিবর্তন-সংক্রান্ত প্রস্তাব সম্পর্কে স্কাই নিউজকে দেওয়া এক বিবৃতিতে জ্যাক স্ট্র বলেন, ‘আমাদের রানি দীর্ঘ ৬০ বছর দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত। তাঁর প্রতি শ্রদ্ধার স্থায়ী নিদর্শন হিসেবে বিগ বেনকে এলিজাবেথ টাওয়ার হিসেবে নামকরণ করা খুবই সমীচীন হবে বলে আমরা বিশ্বাস করি।’
এদিকে, এ প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে রিপাবলিকান দল। দলের মুখপাত্র গ্রাহাম স্মিথ তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এমন পরিবর্তন মেনে নেওয়া যায় না। পার্লামেন্টে গণতন্ত্রের প্রতীক এই বিগ বেন, যেখানে রানি দ্বিতীয় এলিজাবেথ পুরোপুরি উল্টো।’ prothom-alo
0 comments:
Post a Comment