গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডে বলেন, 'আমি সত্যিই অবাক যে এ রেকর্ড ভেঙেই চলেছে। আশ্চর্যের ব্যাপার, চন্দ্র বাহাদুরের বয়স। যদি তিনি সত্যিই ৭২ বছর বয়সী হন, তবে সম্ভবত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ৫৭ বছরের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে এ খেতাব জিতলেন।' গ্লেনডে জানান, এখন পর্যন্ত খর্বাকৃতি মানুষের যে তথ্য তাদের কাছে রয়েছে, তাতে চন্দ্র বাহাদুরই এখন পর্যন্ত সবচেয়ে কম উচ্চতার মানুষ। তাঁর ওজন ১২ কিলোগ্রাম। কী কারণে তাঁর উচ্চতা বৃদ্ধির ব্যাপারটি থেমে গেছে তা জানা যায়নি। অধিকাংশ ক্ষেত্রেই জন্ম থেকে বামনাকৃতির সমস্যা থাকে।
কাঠমান্ডু থেকে ৩৫০ কিলোমিটার দূরের দাং জেলার বাসিন্দা চন্দ্র বাহাদুর জীবনে মাত্র একবারই তাঁর এলাকার বাইরে গেছেন। আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে দেখার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। সূত্র : এএফপি।
0 comments:
Post a Comment