বাংলাদেশ পর্যটন করপোরেশন
তাদের প্যাকেজ হলো: ১. ঢাকা-বান্দরবান-ঢাকা, ৩ দিন ২ রাত। ২. ঢাকা-মৌলভীবাজার-সিলেট-ঢাকা, ৩ দিন ২ রাত। ৩. ঢাকা-মহাস্থানগড়-পাহাড়পুর-বগুড়া-ঢাকা ২ রাত ৩ দিন। ৪. ঢাকা-কক্সবাজার-ঢাকা ২ রাত ৩ দিন। ফোন: ৯৮৬২৪৩৫; ওয়েব: www.parjatan.gov.bd।
দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড
এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান জানালেন: ১. ঢাকা-সুন্দরবন-ঢাকা, ৩ রাত ৪ দিন, ১০ হাজার ৫০০ টাকা। ২. ঢাকা-বগুড়া-রাজশাহী-ঢাকা, ২ রাত ৩ দিন,। ৩. ঢাকা-সিলেট-শ্রীমঙ্গল-ঢাকা, ২ রাত ৩ দিন। ৪. ঢাকা-কক্সবাজার-টেকনাফ-সেন্ট মার্টিন-ঢাকা, ৩ রাত ৪ দিন প্যাকেজ আছে। ফোন: ৮৮৫৭৪২৪ ওয়েব: www.bengaltours.com
দ্য গাইড ট্যুরস লিমিটেড
এ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হাসান মনসুর জানালেন: ১. ঢাকা-বান্দরবান-ঢাকা, কটেজে বাঁশের ঘরে ১০ হাজার ৫০০ টাকা। ২. ঢাকা-সুন্দরবন-ঢাকা, ৪ দিন ৩ রাত, ১৩ হাজার ৩০০ ঢাকা। ঢাকা-শ্রীমঙ্গল-ঢাকা ২ রাত ৩ দিন, ১৩ হাজার ৫০০ টাকা। আরও আছে শীতলক্ষ্যা নদীতে নৌবিহার, জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা। ফোন: ৯৮৬২২০৫; ওয়েব: www.guidetour.com।
রিভার অ্যান্ড গ্রিন ট্যুরস
ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-সেন্ট মার্টিন-ঢাকা, ঢাকা-সুন্দরবন-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা ইত্যাদি। ফোন: ৮৮২৭৮৭৯, ওয়েব: www.riverandgreen.com
জার্নি প্লাস
ঢাকা-রাঙামাটি-বান্দরবান-ঢাকা, ৩ রাত ৩ দিন। ৭ হাজার ৫০০ টাকা। ঢাকা-কক্সবাজার-ঢাকা, ৩ দিন ২ রাত খরচ ৬ হাজার ৫০০ টাকা ইত্যাদি।
ফোন: ০১৮১৯২২৭৯০১, ওয়েব: www.journeyplus.com
সুন্দরবন টুরস অ্যান্ড রিসোর্ট
ঢাকা-সুন্দরবন-ঢাকা, ঢাকা-কুয়াকাটা-সুন্দরবন-ঢাকা, ঢাকা-কক্সবাজার-সীতাকুণ্ড-ঢাকা ইত্যাদি প্যাজ আছে। ফোন: ০১৭১১২৬৬৪৮২, ওয়েব: bangladeshsundarbantours.com/about.html
অবকাশ পর্যটন লিমিটেড
ঢাকা-সেন্ট মার্টিন ঢাকা, ঢাকা-নিঝুমদ্বীপ-ঢাকা, ঢাকা-সুন্দরবন- ঢাকা, ঢাকা-কুয়াকাটা-ঢাকা ইত্যাদি। ফোন: ০১৭১১১৭৩৪৩৪,
ওয়েব: www.abakashparjatan.com
ইনসাইটা ট্যুরিজম
ঢাকা, কক্সবাজার, বান্দরবান ঘুরে আসার পাশাপাশি রোমাঞ্চকর ট্যুরের সুযোগ দিচ্ছে ইনসাইটা ট্যুরিজম। বান্দরবানের কেওক্রাডং, নাফাখুম, শ্রীমঙ্গলের হামহাম ঝরনা, সুন্দরবনে ২ রাত ২ দিন থেকে ৫ রাত ৪ দিন থাকার সুযোগ পাওয়া যাবে বিভিন্ন প্যাকেজে। ওয়েব: ww.incitaa.com
সান অ্যান্ড সি
ঢাকা থেকে কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ-সেন্ট মার্টিনে বেশ কয়েকটি প্যাকেজ আছে। ঢাকা-সুন্দরবন-ঢাকা প্যাকেজও আছে। ওয়েব: www.sunandseabd.com
0 comments:
Post a Comment