গ্রেগ ব্রুকস নামের ওই গুপ্তধন শিকারি বলেছেন, আটলান্টিক উপকূলের ৮০ কিলোমিটার দূরবর্তী একটি স্থানে এসএস পোর্ট নিকলসন নামে ওই জাহাজের ভগ্নাংশ চিহ্নিত করা হয়। ১৯৪২ সালে জার্মানির ছোড়া একটি টর্পেডোর আঘাতে ওই ব্রিটিশ জাহাজটি সাগরে ডুবে যায়। ওই ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটে।
তবে ওই জাহাজের ধ্বংসাবশেষে সত্যিই প্লাটিনাম আছে কি না, এ বিষয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। অ্যান্থনি শুসটা নামের একজন ব্রিটিশ সরকারের অ্যাটর্নি বলেছেন, ওই জাহাজটিতে কখনো প্লাটিনাম বহন করা হয়েছে কি না, তা পরিষ্কার নয়। তিনি বলেন, ‘ওই জাহাজে কী ছিল, তা নিয়ে গবেষণা করছি।’
অ্যান্থনি বলেন, ওই জাহাজের ভগ্নাংশ উদ্ধারের কাজ শুরু হওয়ার আগপর্যন্ত যুক্তরাজ্য এর মালিকানার সিদ্ধান্তের বিষয়ে ধৈর্য ধরবে। বিবিসি।
0 comments:
Post a Comment