মাকড়সার জালের টিকে থাকার ক্ষমতা নিয়ে গবেষণা করার পর এ তথ্য তুলে ধরেছেন একদল মার্কিন বিজ্ঞানী। তাঁদের এই গবেষণাবিষয়ক নিবন্ধ বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীদের দাবি, তাঁদের গবেষণালব্ধ এই তথ্য অতি মজবুত কোনো পদার্থের নকশা তৈরিতে নতুন প্রজন্মের জন্য সহায়ক হতে পারে।
বিজ্ঞানীদের ভাষ্য, কেবল সুতা বোনার মধ্যেই যে মাকড়সার জালের স্থায়িত্ব নির্ভর করে, তা নয়। জটিল নকশার গুণেও জাল টেকসই হয়ে থাকে। জালের কাঠামোটা হয়ে থাকে এমন, একটি সুতা ছিঁড়লে জালটি দুর্বল না হয়ে বরং পুরো জালটি আরও মজবুত হয়। এ কারণে জোরালো বাতাস বা ঝোড়ো হাওয়ার মধ্যেও এসব জাল টিকে থাকতে পারে।
গবেষণায় অংশ নেওয়া বিজ্ঞানীদের একজন হচ্ছেন বোস্টনের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মার্কাস বুয়েলার। তিনি বলেন, ‘মাকড়সার জালের মূল শক্তি আসলে সুতা নয়; জালে কোনো চাপ পড়ার পর এর গাঠনিক উপাদানে যে পরিবর্তন ঘটে, তার ওপর। এটি তাক
লাগানোর মতো একটি ব্যাপার। কারণ, মানুষের তৈরি কোনো কাঠামো এমন আচরণ করে না।’ দ্য টেলিগ্রাফ ও বিবিসি।
0 comments:
Post a Comment