
এ প্রযুক্তিতে কম্পিউটার পোর্ট রক্ষণাবেক্ষণ করা হবে তারবিহীন ইউএসবি ডিভাইসের মাধ্যমে। ল্যাপটপ পরিচালনার জন্য ব্যবহার করা হয়েছে ব্লু-টুথ কি-বোর্ড, তারবিহীন মাউস ও স্পিকার। এর ফলে পথে চলতে চলতে হাতের সাহায্যে সহজেই প্যান্টের ভেতর বসানো ল্যাপটপ চালানো যাবে। ব্যবহারকারীর ব্যাপক সুবিধার কথা বিবেচনা করেই প্যান্টের ডিজাইন করা হয়েছে। ‘বিউটি অ্যান্ড দ্য গিক’ টিভি অনুষ্ঠানে এই প্যান্ট প্রথম দেখানো হয়। অবশ্য এ প্যান্ট বাজারে আসতে এখনো দেরি আছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যের বাজারে এর দাম পড়বে ২৫০ পাউন্ড। —টেলিগ্রাফ অবলম্বনে প্রদীপ সাহা prothom-alo