ডুডলটি তৈরি করা হয়েছে ১৮১৬ সালে রসিনির বিখ্যাত কমিক অপেরা ‘দ্য বারবার অব সেভিল’ অনুকরণে। গুগলের মূল পাতায় ব্যবহারকারীদের স্বাগত জানাতে রসিনির এই অপেরার চারটি ব্যাঙের চরিত্র এখন অধিবর্ষের প্রতীক হয়ে গুগল ডুডলে সংগীত পরিবেশন করছে।
অ্যান্টোনিও রসিনি ১৭৯২ সালের ২৯ ফেব্রুয়ারি ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন। কমিক অপেরা ‘দ্য বারবার অব সেভি’সহ তিনি ৩৯টি অপেরা লিখেছিলেন। রসিনি শুধু অপেরাই লেখেননি, অপেরার পাশাপাশি বেশ কিছু চেম্বার সংগীত, গীত, পিয়ানো ও যন্ত্রসংগীতও সৃষ্টি করেছিলেন।
0 comments:
Post a Comment