
জো জ্যাকসন বলেন, ‘১৪ বছর বয়সে আমি আমার শহরের এক দোকানে কাজ করতাম। তখনই আমার যে অভিজ্ঞতা হয়, তাতে বুঝতে পারি আমি কখনো কোনো প্রতিষ্ঠানে কারও অধীনে কাজ করতে পারব না। আর সেই থেকে নিজের ব্যবসা শুরুর চিন্তা। সেই ব্যবসাই এখন যথেষ্ট লাভজনক। জোর লিভিং দ্য ড্রিমে নাচ শিখে ৪০০ শিক্ষার্থী। এ ছাড়া সেখানে কাজ করে ১৫ জন কর্মচারী। নিজের এই সাফল্য সম্পর্কে জো জ্যাকসন বলেন, যদি ইচ্ছে থাকে তাহলে সবকিছুই করা সম্ভব। এ ছাড়া আত্মবিশ্বাসও খুব জরুরি। তাহলেই স্বপ্ন থাকে হাতের মুঠোয়। পৌঁছানো যায় সাফল্যের চূড়ায়।’