সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আবারও স্থান করে নিলো ফেইসবুক। কেবল একটি পোস্টে প্রচুর মন্তব্য পেয়েই তা এই রেকর্ডে স্থান করে নিয়েছে। খবর ম্যাশএবল-এর।
সূত্র জানিয়েছে, জিংগার ফ্রন্টিয়ারভিল গেমের ভক্তরা একটি গ্রুপের পোস্টে ১০ লাখেরও বেশিবার মন্তব্য করে বিশ্বরেকর্ডে স্থান করে নিয়েছেন। তবে যে গ্রুপে পোস্ট করা হয়েছে, সেই গ্রুপের নাম দেখলেই বোঝা যায় ভক্তদের উদ্দেশ্যই ছিল গিনেজ বুকে স্থান পাওয়া। গ্রুপটির নাম হচ্ছে, Ffgpioneers/gwr/attempt.
ট্রেসি হজসন গত অক্টোবরের ৩০ তারিখ ওই গ্রুপে তার পোস্টটি করেন। তবে মজার বিষয় হলো, ১০ লক্ষাধিক মন্তব্য করেছেন কেবল ১০৭জন ফ্রন্টিয়ারভিল গেমের ভক্ত। তিনি তার পোস্টে সবাইকে বলেছেন যে কোনো বিষয়ে কথা বলতে এবং যখন খুশি কথার বিষয়বস্তু পরিবর্তন করতে। তবে সর্বমোট কতোটি বিষয় নিয়ে এই বিশাল থ্রেডে কথাবার্তা হয়েছে তা বের করা যায়নি।
ট্রেসি জানিয়েছেন, তার মেয়ে ফেইসবুকে তার অ্যাকাউন্ট ব্যবহার করে প্রথম ফ্রন্টিয়ারভিল খেলা শুরু করে। এরপর তিনিও আগ্রহী হয়ে খেলতে শুরু করেন এবং এক পর্যায়ে সিদ্ধান্ত নেন এই বিশ্ব রেকর্ড গড়ার। তার উদ্দেশ্য ছিল, ফ্রন্টিয়ালভিলের কমিউনিটি কতোটা শক্তিশালী তা দেখানো।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment