জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের মতে, পুলিশ বাহিনীতে অ্যালকোহলে আসক্তি একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় মাতাল অবস্থায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের খবর পাওয়া গেছে। গত সপ্তাহে রাজ্যের রাজধানী রায়পুরে অ্যালকোহল পান করে একজন পুলিশ সদস্য অজ্ঞান হয়ে যান। স্থানীয় টিভি চ্যানেলে সেই দৃশ্য দেখানো হয়।
সম্প্রতি পুলিশ সদস্যদের এই আসক্তি থেকে মুক্ত হতে সহযোগিতা করতে ভিএল সনি নামের একজন হিপনোটিস্ট ভাড়া করা হয়। তিনি প্রায় ২০০ পুলিশ সদস্যকে সম্মোহনের মাধ্যমে সারিয়ে তোলার চেষ্টা চালান। এসব পুলিশ সদস্য অ্যালকোহলের নেশা, অতি ওজন ও বিষণ্নতায় ভোগার মতো সমস্যায় আক্রান্ত।
পুলিশ সদস্যদের সঙ্গে নির্দিষ্ট সময় পর্যন্ত কাটানোর পর সনি বলেন, যাঁদের তিনি সম্মোহন করেছেন, শিগগিরই তাঁরা অ্যালকোহলের আসক্তি থেকে মুক্ত হবেন। পুলিশ সদস্যরা বলেন, সনি তাঁদের একজনকে মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে সম্মোহন করে ফেলেন। এ ছাড়া সম্মোহনের মাধ্যমে একজন পুলিশ সদস্যকে দিয়ে লোকসংগীত গাওয়ান।
সনি বলেন, এটি আসলে একধরনের মেডিটেশন। পুলিশ সদস্যদের বাড়িতে এই চর্চা চালিয়ে যেতে হবে। এতে শিগগির অ্যালকোহলের আসক্তি কাটবে। বিবিসি।
0 comments:
Post a Comment