সুইডেনের ‘ভাস্টারবোটেন কুরিয়ার’ পত্রিকার বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, গত শুক্রবার সুইডেনের উত্তরাঞ্চলের একটি প্রধান সড়ক থেকে এক কিলোমিটারের বেশি দূরে বনের শেষ প্রান্তে বরফে ঢাকা গাড়িটি পাওয়া যায়। বরফ সরানোর কাজে নিয়োজিত ব্যক্তিরা গাড়িটির সন্ধান পায়। গাড়ির জানালার কাচে জমে যাওয়া বরফ সরিয়ে তাঁরা পেছনের আসনে কাউকে নড়াচড়া করতে দেখেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে উমেয়া বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে।
পুলিশ বলছে, সম্প্রতি এই এলাকার তাপমাত্রা হিমাংকের ৩০ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গিয়েছিল। ওই ব্যক্তি গাড়ির পেছনের আসনে স্লিপিং ব্যাগে ঘুমাচ্ছিলেন বলে পুলিশের কর্মকর্তা ইবি নাইবার্গ জানিয়েছেন।
0 comments:
Post a Comment