
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি ভিডিওচিত্রে গতকাল দেখা গেছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের ‘আজভ সি’ নামের সাগরে আটকা পড়েছে বহু জাহাজ। সাধারণত শীতের মৌসুমে এই সাগর জমে না। কিন্তু, এবারের শীতে ওই সমুদ্রপৃষ্ঠের ওপর দেড় ফুট পর্যন্ত বরফের আস্তর পড়ে গেছে। এরই মধ্যে বরফ কেটে চলতে সক্ষম এমন জাহাজ সেখানে মোতায়েন করা হয়েছে। কিন্তু তাতেও খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না। কারণ, দিন দিন মোটা হয়ে যাচ্ছে বরফের আস্তরণ।