গতকাল মঙ্গলবারও বাংলাদেশি হ্যাকাররা আরও কয়েক শ ভারতীয় সাইট আক্রমণ করেছে বলে দাবি করা হয়েছে।
গতকাল ভোরে ইউটিউবে ভারত সরকারের উদ্দেশে একটি ভিডিও বার্তা ছেড়েছে বাংলাদেশ সাইবার আর্মি। লেখার মাধ্যমে প্রকাশিত এই বার্তায় সাতটি দাবি জানানো হয়েছে। এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত ভারতের সাইবার জগতে হামলা অব্যাহত থাকবে বলে হুমকি দেওয়া হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে: সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে বিএসএফের অমানবিক আচরণ বন্ধ করা, টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ করা, তিস্তার পানি ঠিকভাবে সরবরাহ করা, বাংলাদেশি ওয়েবসাইটগুলোকে হ্যাক না করা।
প্রায় একই রকম সময়ে বাংলাদেশ সাইবার আর্মি, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস ও এক্সপায়ার সাইবার আর্মি—এই তিনটি হ্যাকার দল ইউটিউবে আরেকটি ভিডিও বার্তা প্রকাশ করে। এতেও যান্ত্রিক গলায় প্রায় একই রকম দাবি জানানো হয় ভারত সরকারের কাছে।
বাংলাদেশি হ্যাকাররা গতকাল যেসব ভারতীয় ওয়েবসাইটে আক্রমণ চালিয়েছে, সেসবের মধ্যে ছিল শেয়ারবাজার-সংক্রান্ত পরামর্শ দেওয়ার ওয়েবসাইট পয়সা কন্ট্রোল ডট কম। তবে দ্রুত এই সাইট পুনরুদ্ধার করা হয়েছে। গতকাল ইনকাম ট্যাক্স ইন্ডিয়ার সাইটে হামলা চালিয়ে সেটির অনেক তথ্য উন্মুক্ত করে দেয় হ্যাকাররা। এ ছাড়া অন্ধ্র প্রদেশ সরকারের ওয়েবসাইটের একটি অংশ বা সাব-ডোমেইন, এনইটিভি নিউজ, ভিআইপি গ্রুপ ভূপাল, ভিআইপি গ্রুপ ইন্ডিয়া, এনডিটিভির একটি সাব-ডোমেইন, ভ্যালেন্টাইন গিফট ডট কম, শ্রীশ্রীবিশ্ববিদ্যালয়, ইন্ডিয়া স্টক এক্সচেঞ্জ, মাহিন্দ্র এক্সপ্রেস ইত্যাদি বড় বড় সাইটে আক্রমণ করা হয়েছে।
ভারতীয় হ্যাকারদের মধ্যে গতকাল বিশেষভাবে সক্রিয় হয়েছে ইন্ডিয়ান সাইবার আর্মি ও ইন্ডিশেল। ইন্ডিশেল ফেসবুকে লুকায়িত গ্রুপের মাধ্যমে নিজেদের বার্তা প্রকাশ করছে। তবে বাংলাদেশি হ্যাকারদের বারবার হুমকি দিলেও বাংলাদেশি সাইটে আক্রমণের ক্ষেত্রে এখনো পিছিয়ে আছে তারা। কয়েক দিন আগে বাংলাদেশের যে ৩৮টি সরকারি সাইট হ্যাক করার তালিকা দিয়েছিল, তার সব কটি এখন সচল আছে।
এই সাইবার-যুদ্ধ এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরে পরিণত হয়েছে। চীনের সাংহাই নিউজ-এ প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশি হ্যাকাররা এ পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় সাইট আক্রমণ করেছে। একই সংখ্যার কথা বলা হয়েছে দক্ষিণ ভারতের ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকল-এর একটি খবরে। হ্যাকিং ও নিরাপত্তাবিষয়ক অনলাইন পত্রিকা দ্য হ্যাকার নিউজ-এর শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের হ্যাকাররা পরস্পরের সাইবার-জগৎ ধ্বংস করছে। আবার অনেকে একে ‘ছেলেখেলা’ও বলছেন।
প্রথম আলো পাঠক প্রতক্রিয়া
0 comments:
Post a Comment