সম্প্রতি
পরিচালিত নতুন এক জরিপে দেখা গেছে, অ্যান্ড্রয়েড-চালিত হ্যান্ডসেট
ব্যবহারকারীরা অন্যান্য ডিভাইস ব্যবহারকারীর তুলনায় বেশি সময় বাথরুমে
মোবাইল ব্যবহার করে থাকেন। প্রায় ৭৫ শতাংশ আমেরিকান স্বীকার করেছেন, তারা
বাথরুমেও তাদের মোবাইল ব্যবহার করেন। খবর ম্যাশএবল-এর।জরিপটি করেছে মার্কেটিং এজেন্সি ১১মার্ক। প্রায় ১ হাজার আমেরিকানের উপর চালানো ওই জরিপে দেখা গেছে, প্রতি চারজন আমেরিকানের তিনজনই বাথরুম থেকে টেক্সট মেসেজিং, ইমেইল আদান-প্রদান এমনকি মোবাইলে কথাও বলে থাকেন। ২৫ শতাংশ আমেরিকান স্বীকার করেছেন, তারা সবসময়ই রেস্টরুমে ফোন নিয়ে যান।
বাথরুমে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অন্যান্যদের চেয়ে এগিয়ে রয়েছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। প্রায় ৮৭ শতাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী বাথরুমে মোবাইল ফোনটি কোনো না কোনো কাজে ব্যবহার করেছেন। অন্যদিকে ৮৪ শতাংশ ব্ল্যাকবেরি ব্যবহারকারী এবং ৭৭ শতাংশ আইফোন ব্যবহারকারী বাথরুমে থাকাকালীন মোবাইল ফোন ব্যবহারের কথা জানিয়েছেন।
তবে বাথরুমে ফোন আসলে তার উত্তর দেয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন ব্ল্যাকবেরি ব্যবহারকারীরা। জরিপে দেখা গেছে, ৭৫ শতাংশ ব্ল্যাকবেরি ইউজার বাথরুমেই ফোন কল রিসিভ করে থাকেন। অন্যদিকে ৬৭ শতাংশ অ্যান্ড্রয়েড ইউজার এবং ৬০ শতাংশ আইফোন ইউজার বাথরুমে ফোন রিসিভ করেন। তবে বাথরুমে সোশাল মিডিয়ায় যুক্ত হওয়ার ক্ষেত্রে আইফোন ও অ্যান্ড্রয়েডই শীর্ষে আছে বলে জরিপের ফলাফল জানিয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment