আটলান্টা জার্নাল-কনস্টিটিউশন থেকে জানা গেছে, পাশের একটি বিল্ডিং থেকে সিএনএন সেন্টারে ঢুকে সেন্টারের ৬ তলায় অবস্থিত নিউজরুমে প্রবেশ করে ফিয়ারন এবং ফ্র্যান্সিস মুটেমওয়া নামে দুই তরুণ। নিউজরুমে ঢুকেই তারা দু’জন দু’টি কম্পিউটার ব্যবহার শুরু করে দেয় বলেও জানিয়েছে সূত্র।
আটলান্টা পুলিশ বিভাগের মুখপাত্র কিম জোনস জানিয়েছেন, তাদের দু’জনকে গ্রেফতারের সময় তারা তাদের ফেইসবুক পেইজ চেক করছিলেন। পরে পুলিশ তাদের অনধিকার চর্চার দায়ে গ্রেফতার করেছে এবং প্রত্যেককে ৫০০ ডলার করে জরিমানা দিতে বলেছে।
হাফিংটন পোস্ট-এর মতে, এই ঘটনা বিচ্ছিন্ন হলেও ইন্টারনেট বা ফেইসবুক আসক্তি যে কতোটা মারাত্মক হতে পারে তার প্রমাণ পাওয়া যায় এখানে। এর আগে চায়নিজ একাডেমি অফ সায়েন্স কর্তৃক পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে, ইন্টারনেটের প্রতি আসক্তদের ব্রেইনে ঠিক তেমন পরিবর্তনই সংঘটিত হয় যেমনটা মাদকাসক্তদের ব্রেইনে হয়ে থাকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment