খবরে বলা হয়, ডেভিড ডিন স্মিথ নামের ওই ব্যক্তি সম্প্রতি মিশিগান পুলিশস্টেশনে এসে প্রায় তিন হাজার নর-নারীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার কথা জানান। তাঁর যৌনকর্মের এই অস্বাভাবিক সংখ্যা দেখে পুলিশ সঙ্গে সঙ্গে তদন্তে নামে। তদন্তে নেমেই তাঁর সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য হাতে পায় মিশিগান পুলিশ।
পুলিশ জানায়, এই স্মিথ এইডস রোগে আক্রান্ত এবং সে তার রোগের কথা গোপন রেখে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন জনের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হতো। তাঁর উদ্দেশ্য ছিল এইডস আক্রান্ত হওয়ার প্রতিশোধ হিসেবে যত বেশিসংখ্যক মানুষকে এই রোগে আক্রান্ত করা যায়। মানুষ হত্যার নতুন এক কৌশল হিসেবেও একে দেখছে মিশিগান পুলিশ।
একই সঙ্গে পুলিশ স্মিথের সঙ্গে যৌনকাজে লিপ্ত হওয়া নর-নারীদের ওপর একটি তদন্তও চালিয়েছে। সেখানে দেখা গেছে, এদের মধ্যে প্রায় এক হাজার জন এখন এইডস রোগে আক্রান্ত। ডেইলি মেইল। prothom-alo
0 comments:
Post a Comment