দক্ষিণ
কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং টেলিভিশনের জন্য আলাদা ক্যামেরা
বাজারে আনছে। স্যামসাং উদ্ভাবিত নতুন ক্যামেরার নাম হবে ‘ইন-টাচ টিভি
ক্যামেরা’। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।স্যামসাং কর্তৃপক্ষের ভাষ্য, ‘ইন-টাচ টিভি ক্যামেরা’ সাধারন টিভিতেও স্মার্টযোগ যোগ করবে। এ ক্যামেরায় থাকছে বিল্টইন এইচডি ওয়েবক্যাম, মাইক্রোফোন, ওয়াই-ফাই এবং কোঢার্টি রিমোট কন্ট্রোল।
‘ইন-টাচ টিভি ক্যামেরা’ এইচডিএমআই পোর্ট ব্যবহার করে যেকোনো টিভিতে যুক্ত করলেই স্মার্ট টিভির রূপ নিতে পারবে এবং ডিভাইসটির সাহায্যে টিভিতে স্কাইপ, ইউটিউবে ভিডিও দেখা ওয়েবে ব্রাউজিং করার কাজও করা যাবে।
ক্যামেরায় ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। চলতি বছরের মার্চ মাসেই বাজারে আসবে ‘ইন-টাচ টিভি ক্যামেরা’। দাম পড়বে ১৯৯ ডলার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment