নতুন বছরের সম্ভাব্য ঘটনা নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন ওয়েবসাইটে চলছে নানা আলোচনা, তর্ক-বিতর্ক। এবার সেদিকে একটু নজর দেওয়া যাক।
বিশ্ব বাজারে হু হু করে তেলের দাম বাড়ছে। তাই এ নিয়ে ভোক্তাদের মধ্যে দুশ্চিন্তার অন্ত নেই। ২০১১ সালের শেষ নাগাদ প্রতি ব্যারেল তেলের দাম ছিল ১০৮ ডলার। অনুমান করা হচ্ছে, ২০১২ সালের শেষ নাগাদ তা ১২০ ডলারে পৌঁছাবে।
বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্বের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। চলতি বছরের নভেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সংগত কারণেই এ বছর সবার নজর থাকবে ওই নির্বাচনের দিকে। তাহলে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট? কেউ কেউ মনে করেন, শত ব্যর্থতা সত্ত্বেও হোয়াইট হাউস ছাড়তে হবে না ওবামাকে। তবে কারও কারও মতে, যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বেকারের তালিকায় যোগ হতে যাচ্ছে ওবামার নাম।
যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ফ্রান্সেও এ বছর প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি কি পারবেন এলিসি প্রাসাদে আরেক দফা থাকতে? অনেকেই অনুমান করছেন, প্রাসাদটি ছাড়তে হচ্ছে সারকোজিকে।
২০১১ সাল থেকেই আলোচনায় ঝড় তুলেছে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের খবর। সবারই অনুমান, প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন সহজেই হাল ছাড়ার মানুষ নন। উত্তর খুব সহজ, ক্রেমলিনে আসছে পুতিনবাদ।
২০১২ সালে লন্ডনে বসছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর—অলিম্পিক গেমস। ২০০৮ সালে ঘরের মাঠের অলিম্পিকে সর্বাধিক ৫১টি স্বর্ণ পদক জিতেছিল চীন। কিন্তু এবার কার ঘরে যাচ্ছে সবচেয়ে বেশি পদক? ক্রীড়া নিয়ে যাঁরা ভাবেন, তাঁদের মতে, এবারও সর্বাধিক স্বর্ণ পদক যাবে চীনের থলেতে।
ইউরোপীয় ফুটবলের বড় আসর বসছে চলতি বছর। কে জিতবে ইউরো-২০১২? ফুটবলপ্রেমীদের ধারণায় এখন পর্যন্ত স্পেনই এগিয়ে। prothom-alo
0 comments:
Post a Comment