লিনা পালসন নামের ওই নারী অনেক খোঁজাখুঁজি করেও আংটিটি খুঁজে পাননি। একপর্যায়ে তিনি এটির আশাই ছেড়ে দেন। আংটিটি পেয়ে তিনি এখন মহাখুশি। কেননা, এটির নকশা তিনি নিজেই করেছিলেন।
সাদা সোনার এই আংটিতে সাতটি ছোট ছোট মুক্তা রয়েছে। ১৯৯৫ সালে রান্নাঘর থেকে এটি হারিয়ে যায়। মেয়ের সঙ্গে বড়দিনের রান্নাবান্না করতে গিয়ে তিনি এটি হারিয়ে ফেলেন। এরপর কোথাও খুঁজে এটি পাওয়া যায়নি। এমনকি বাড়ির মেঝের টাইলসও তুলে ফেলেন আংটির সন্ধানে।
সম্প্রতি বাগানে গাজর তুলতে গিয়ে দেখেন, তাঁদের একটির সঙ্গে শক্ত করে আংটিটি জোড়া লাগানো। লিনার স্বামী ওলা বলেন, ‘গাজরটি আংটির মধ্যভাগ দিয়ে বেড়ে উঠেছে। এটা একেবারে অবিশ্বাস্য।’
তাঁদের বিশ্বাস, আংটিটি শাকসবজির উচ্ছিষ্টের মধ্যে পড়ে গিয়েছিল। পরে তা হয়তো জৈবসারের সঙ্গে মিশে যায়।
লিনা বলেন, ‘আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম।’ এখন তিনি আংটিটি আবার আঙুলে পরতে চান। বিবিসি।
0 comments:
Post a Comment