শিশুটির নাম ললিতা তাতি। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর গত অক্টোবর মাসে তাঁর লাশ পাওয়া যায়। দেবতাকে শিশুটির যকৃত উৎসর্গ করার জন্য তাকে হত্যা করা হয়।
ওই জেলার পুলিশপ্রধান নারায়ণ দাস বলেন, উপজাতিদের একটি নৃশংস উৎসবে কুসংস্কারে বিশ্বাসী দুই ব্যক্তি ওই শিশুটিকে হত্যা করে। তাদের ধারণা, শিশুটির যকৃত উৎসর্গ করলে দেবতা খুশি হবেন এবং ভালো ফসল ফলবে। এএফপি। prothom-alo
0 comments:
Post a Comment