মাইক্রোসফটের
প্রতিষ্ঠাতা বিল গেটস নতুন এবং অধিক ক্ষমতার নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরির
প্রকল্প শুরু করছেন। নতুন প্রকল্পে বিল গেটস চীনের সঙ্গে যৌথভাবে কাজ
করবেন। খবর ম্যাশএবল-এর।বিল গেটস জানিয়েছেন, ‘এ প্রকল্পের লক্ষ্য হবে খুব কম খরচে, নিরাপদ শক্তি তৈরি করা যাতে নিউক্লিয়ার বর্জ্য তৈরি হবে খুবই কম।’
নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করতে চীনে নতুন কোম্পানি প্রতিষ্ঠা করছেন তিনি।
গেটসের অর্থায়নে প্রতিষ্ঠিত ‘টেরাপাওয়ার’ নামের কোম্পানিটি এমন একটি রিঅ্যাক্টরের নকশা করেছে যা কোনো জ্বালানি সরবারহ ছাড়াই এক দশকেরও বেশি শক্তি জোগাবে এবং এ শক্তি উৎপাদিত হবে ইউরেনিয়াম বর্র্জ্য ব্যবহার করে।
বিল গেটস চীনের নেতাদের সঙ্গে তার কোম্পানি বিষয়ে কথা বলছেন। সূত্র জানিয়েছে, বিল গেটসের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/



0 comments:
Post a Comment