সম্প্রতি
গবেষকরা টুথব্রাশে আধুনিক প্রযুক্তির আল্ট্রাভায়োলেট রশ্মি এবং মাইক্রো
সিসিডি ক্যামেরা বসিয়ে দিয়েছেন। ‘টুথ গার্ডিয়ান’ নামের এ ব্রাশ দাঁত মাজার
সময় আয়নাতে দাঁত ঠিকমতো পরিষ্কার হচ্ছে কিনা সে দৃশ্যটি দেখাতে পারবে। খবর
গিজম্যাগ-এর।ব্রাশের নকশাবিদরা জানিয়েছেন, এ ব্রাশটি ব্যবহারের সময় স্বয়ংক্রিয়ভাবে এলইডি লাইট জ্বলে ওঠে এবং দাঁতে ঠিকমতো ব্রাশ হচ্ছে কিনা তা দেখে নেয়া যায়।
এ ব্রাশ তৈরির প্রকল্পটি এখনও নকশা পর্যায়ে রয়েছে। এ ব্রাশের নকশা সিঙ্গপুরে অনুষ্ঠিত রেড ডট ডিজাইন কনসেপ্ট ২০১১ পুরস্কার জিতেছে। এ ব্রাশটির ডিজাইন করেছেন ইউ-হিন লিন, চু-চে চ্যাং এবং স্যাং-সুন লিং।
এ ব্রাশটি পুণঃব্যাবহারযোগ্য। এর ব্র্যান্ড নাম দেয়া হতে পারে টুথ গার্ডিয়ান সংক্ষেপে টিজি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment